নাগরিক সনদ
লক্ষ্যঃ বিবিএসকে জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠান লাভে সকল প্রকার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
দায়িত্বঃ বিবিএস কর্তৃক সম্পাদিত/পরিচালিত সকল প্রকার শুমারি ও জরিপের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা এবং বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক জনসংখ্যা, কৃষি জাতীয় আয় ও বানিজ্য, স্বাস্থ্য ও পুষ্টি, শিল্প ও শ্রম সংক্রান্ত বিষয়ে সঠিক ও মান সম্মত হালনাগাদ পরিসংখ্যান সরবরাহ করা। পাশাপাশি নীতি নির্ধারক পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, প্রশাসক ও সুশীল সমাজের চাহিদা মোতাবেক গবেষনা/জরিপ কার্য পরিচালনার জন্য সংগৃহীত তথ্য ও উপাত্ত পরিবেশন করা।
সেবা সমূহঃ
০১। প্রতি দশ বছর অন্তর আদমশুমারি, কৃষি শুমারি এবং প্রকাশিক তথ্য সমূহ চাহিদা মোতাবেক সরবরাহ।
০২। মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং প্রবৃদ্ধির হার সহ অন্যান্য মসষ্টিক অর্থনৈতিক নির্দেশক যথাঃ সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিচু আয় ইত্যাদি নিরুপন ও সদর দপ্তরে প্রেরণ।
০৩। ভোক্তার দৈনন্দিন জীবন যাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পন্য অন্তর্ভূক্ত করে মাস ভিত্তিক ভোক্তামূল্য সুচক নিরুপন ও সদর দপ্তরে প্রেরণ।
০৪। বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী হার্ ও সূচক সংগ্রহ ও সদর দপ্তরে প্রেরণ।
০৫। বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীণ জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও সদর দপ্তরে প্রেরণ।
০৬। শিশু পুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও সদর দপ্তরে প্রেরণ।
০৭। মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষে তাদের আর্থ সামাজিক অবস্থা নিরুপন ও সদর দপ্তরে প্রেরণ।
০৮। খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও সদর দপ্তরে প্রেরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS